বুধবার টঙ্গীর কলেজ গেট-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিপুলসংখ্যক গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এ এম জাকারিয়া এটিএম বুথের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী, জনাব কাজী ওসমান আলী, জনাব সৈয়দ হাবিব হাসনাত, এসইভিপিবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্নস্থানে ইতোমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ৩২টি এটিএম বুথ স্থাপন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেশের বিভিন্নস্থানে আরো ৫০টি এটিএম বুথ স্থাপন করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।