গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রিন ডেল্টা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসাইনকে গ্রেফতার করেছে ধানম-ি থানা পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধানী নর্দান টাওয়ারের ষষ্ঠ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৬টি প্রতারণা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
তার বিরুদ্ধে যে ২৬ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেসব ভুক্তভোগী গ্রাহকের কাছ থেকে ফ্ল্যাট দেয়ার কথা বলে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ফ্ল্যাট দেয়া সময় হলে তিনি গাঢাকা দেন।
সোমবার গ্রেফতারকৃত বেলাল হোসাইনকে আদালতে পাঠানো হবে থানা সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ধানম-ির মেট্রো শপিং মলের পেছনে ‘গ্রিন ডেল্টা হাউজিং’ গ্রেফতারকৃত বেলাল হোসাইনের অফিসে।
This paragraph gives clear idea for the new viewers of blogging,
that truly how to do blogging.