পাঁচটি নতুন বীমা কোম্পানির লাইসেন্সের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। বৃহুস্পতিবার দুপুরে এ-সংক্রান্ত সমন্বয় কমিটির সভায় এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
যদিও বুধবার এটি অনুমোদন দেওয়ার কথা ছিল। এ নিয়ে ওই দিন আইডিআরএ কর্তৃপক্ষ একাধিকবার সমন্বয় কমিটির সভা করেছে। সভায় পাঁচটি বীমা কোম্পানি চূড়ান্ত করে বৃহস্পতিবার বেলা ১১টায় নির্ধারিত পরবর্তী সভা থেকে এটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়।
অনুমোদন পাওয়া পাঁচটি বীমা কোম্পানির মধ্যে রয়েছে আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের আত্মীয়ের ট্রাস্ট ইসলামী লাইফ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীর স্বদেশ লাইফ ইনস্যুরেন্স, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার ডায়মন্ড লাইফ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
এছাড়া আলফা ইসলামী লাইফের অনুমোদন দেওয়া হয়েছে নাজিমউদ্দিন আহমেদ নামের এক তৈরি পোশাক ব্যবসায়ীকে।