কসমস-১২২০ নামের তিন টন ওজনের রুশ স্যাটেলাইটটি ধেয়ে আসছে পৃথিবীর বুকে। নিয়ন্ত্রণহীন স্যাটেলাইটটি যেকোন সময় পৃথিবীর কোনো জনবসতিতে আছড়ে পড়তে পারে। রাশিয়ান স্পেসের কর্মকর্তারা রবিবার এমন তথ্য জানিয়েছেন। স্যাটেলাইটটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এমনটি হওয়ার শঙ্কায় রুশ বিজ্ঞানীদের।
রাশিয়ার কর্নেল জোলোটুখিন জানিয়েছেন, এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে পড়ার সম্ভাবনা বেশি। এর কারণে বড় ধরনের বিপদও হতে পারে বলে তিনি জানিয়েছেন।ৎ
তিনি আরো জানান, স্যাটেলাইটটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রহের মধ্য দিয়ে ঘোরাঘুরি করায় দৃশ্যত এটি পুড়ে গেছে। স্যাটেলাইটটি আস্ত আছড়ে পড়ার কোন সম্ভাবনা নেই। এর বিভিন্ন ভগ্নাংশ পড়তে পারে বলে তিনি মনে করছেন।