
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার তহবিল ব্যয়ে ব্যাপক হারে রাজনীতিকরণ চলছে। সেই সঙ্গে লোক দেখানো বা ব্যক্তিগত প্রচারণায় সিএসআরের অর্থ ব্যয় করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মূলত ব্যাংকের প্রভাবশালীরা
রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় এখানে ব্যাপক হারে রাজনীতি ঢুকে পড়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা তুলনামূলক কম উপকৃত হচ্ছেন। তিনি জনগণের অর্থের অপব্যবহার ঠেকাতে সিএসআর ব্যয়ে আরও জবাবদিহি ও কাঠামো সুসংহত করার আহ্বান জানান।
ড. সালেহউদ্দিন বলেন, সিএসআর ব্যয়ে স্বচ্ছতা রাখতে হবে, নিয়মিত অডিট করতে হবে। কিন্তু এ ব্যাপারে প্রায়ই ব্যাংকগুলো উদাসীনতা দেখায়। সিএসআর তহবিল ব্যয়ে খাতভিত্তিক সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ২০০৮ সালে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দিয়ে ব্যাংকিং খাতে সিএসআর যাত্রা শুরু করা হয়েছিল। এ খাতের আওতায় শুধু অনুদান নয় বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে স্বল্পসুদে ঋণ বিতরণের কর্মসূচি নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ব্যাংকের প্রভাবশালীরা এ তহবিলকে নিজের খেয়াল-খুশি মতো ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছেন।