মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্বে তিন হাজার ৫১১ কোটি ৬৯ লাখ টাকার সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৫৩ কোটি ৩ লাখ টাকা, বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল অর্থায়ন ৪১৭ কোটি ৩৯ লাখ টাকা।
রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে একনেক-এর বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।