বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের জনগণের কাছ থেকে যে আমানত গ্রহণ করছে তা চলে যাচ্ছে প্রভাবশালী ঋণ খেলাপিদের দখলে। বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ১৮ হাজার কোটি টাকা। এই টাকা ঋণ হিসাবে নিলেও ওইসব প্রভাবশালীরা ঋণের টাকা সময় মতো ফেরত না দেওয়ায় একদিকে ব্যাংক খাতে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ, অন্যদিকে ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে পড়েছে।
অবশ্য চলতি বছরের জানুয়ারিতে খেলাপি ঋণ কমাতে সুনির্দিষ্ট মতামত ও কর্মপন্থা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেই নির্দেশনার ইতিবাচক কোনও ফল পাওয়া যাচ্ছে না।