কর্মসংস্থান ব্যাংকের জন্য ৩০তলা ভবনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১১ কোটি টাকা। আগামী বছর এ অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন।
ব্যাংকটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এ ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ ৩ হাজার ৭৯৯ কোটি ৭২ লাখ টাকা। আদায়কৃত ঋণের পরিমাণ ৩ হাজার ৪৪১ কোটি ৩৮ লাখ টাকা। আদায়ের হার ৯৪ শতাংশ।